ঢাকা দক্ষিণে বিএনপি’র মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে ভোট দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন স্বামীবাগের বাসিন্দা আমিনা বেগম। সকালে স্বামীবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট দিতে গেলে ভেতরে ঢুকতে দেয়া হয়নি তাকে। পরে ইশরাক সেই কেন্দ্রে গেলে পরিবার নিয়ে ভোট দিতে আসেন তিনি।
সকালে ভোট দেয়ার পর বিভিন্ন কেন্দ্রে যান ইশরাক হোসেন। স্বামীবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা বিএনপি এজেন্ট বের করে দিয়ে ভোটারদের ঢুকতে দিচ্ছিলো না। পরে ইশরাক আসলে এলাকাবাসী ভোট দিতে যান।
ভোট দিতে এসে আমিনা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ”আমি সকালে একবার আসছি ভোট দিতে। ভেতরে ঢুকতেই দেয়নি। বলছে, ‘ভোট হয়ে গেছে। ইভিএম নষ্ট।’ আমি এখন ইশরাককে দেখে ভোট দিতে আসছি।”
আমিনা বেগমের ছোট মেয়ে ইশরাকে খুব ভক্ত। সকালে মা ভোট না দিতে পেরে ফিরে আসায় খুব মন খারাপ ছিল তার। পরে ইশরাক কেন্দ্র আসায় মাকে ভোট দিতে পাঠিয়েছে সে।
আমেনা বলেন, ”আমার মেয়ে বলেছে, ‘আম্মু এখন যাও, ভোট দিতে পারবা। আমার মেয়ে ইশরাকের খুব ভক্ত। এতটুক বাচ্চা একটা মেয়ে।”
এ সময় তিনি অভিযোগ করেন, ‘একটা মানুষ ৬টা ভোট দিছে। একটা মানুষ কি ৬টা ভোট দিতে পারে?’
দেখুন সেই ভিডিও-