বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তিন শতাধিক রানের মাইলফলক স্পর্শ করে ইতিহাসে নাম লেখিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিন লাঞ্চ বিরতির পর পূর্বাঞ্চলের হয়ে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।
এর আগে, ২০০৭ সালে জাতীয় লিগে বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অপরাজিত ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন রকিবুল হাসান। যা ছিল দেশের একমাত্র তিন শতাধিক রানের ইনিংস। তবে তামিম এবার রাকিবুলের চেয়েও দ্রুত মাইলফলকটি স্পর্শ্ব করেছেন। তামিম ৫৬০ মিনিটে ৪০৭ বল খেলে তিনশ স্পর্শ করেন। যেখানে রাকিবুলের লেগেছিল ৬০০ বল ও ৬৪০ মিনিট।
রেকর্ড ৪০টি চারের মারে তিনশত রানের মাইলফলক স্পর্শ করেও থেমে থাকেননি তামিম। তার দল ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল ৫৫৫ রানে ইনিংস ঘোষণা করলে ৪২টি চারে ও ৩টি ছয়ে ৪২৬ বল খেলে ৩৩৪ রানে অপরাজিত থাকেন বামহাতি এ ব্যাটসম্যান। সূত্র : ইউএনবি।