বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

শিবির সন্দেহে চমেকের ৪ শিক্ষার্থীকে ‘ছাত্রলীগের’ মারধর

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮২ বার

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ছাত্রাবাসে শিবির কর্মী সন্দেহে ৪ শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ‘ছাত্রলীগের’ নির্যাতনের শিকার হয়ে আহত চারজনের মধ্যে দুজন শিক্ষার্থী চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। গতকাল বৃহস্পতিবার ভোরে চকবাজার থানার চট্টেশ্বরী রোডের ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার শিক্ষার্থীরা হলেন ৬২তম ব্যাচের ছাত্র জাহিদ হোসেন ওয়াকিল, সাকিব হোসেন, এম এ রায়হান ও মোবাশ্বির হোসেন। এর মধ্যে জাহিদ হোসেন ওয়াকিল ও সাকিব হোসেন চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। নির্যাতনকারীদের হাত থেকে ছাড়া পেয়ে এম এম রায়হান কুমিল্লায় এবং মোবাশ্বির নারায়ণগঞ্জে গ্রামের বাড়িতে চলে গেছেন বলে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার।

চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, ‘আহত দুই ছাত্রের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের কারা নির্যাতন করেছে সে বিষয়ে মুখ খুলছে না’।

এদিকে ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়ে চকবাজার থানার ওসি বলেন, ‘শিবির সন্দেহে ৪ শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। চিকিৎসাধীন দুই ছাত্রের সঙ্গে আমরা কথা বলেছি। তবে কারা তাদের নির্যাতন করেছে সে বিষয়ে তারা কিছুই বলছে না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে’।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com