সাত দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পে উদ্ধার কার্যক্রমের সমাপ্তি টানতে না টানতেই আবারো কেঁপে উঠলো তুরস্ক। এবার ভূমিকেম্পর মাত্রা ছয় দশমিক চার। কমপক্ষে তিনজন নিহত ও দুই শ’ আহতের খবর জানিয়েছে আল-জাজিরা।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রথম দুই দফার ভূমিকম্পে ৪৭ হাজারের বেশি লোক নিহত হয়েছে।
ভূমিকম্পটি স্থানীয় সময় সোমবার রাত ৮টায় আঘাত হানে এবং হাতেইয়ের রাজধানী আনতাকিয়া ও আদানাতেও প্রবলভাবে কম্পন অনুভূত হয়। এরপর ধারাবাহিক কম্পন হতেই থাকে। ফলে গাজিয়ানতেপে অনেক বাড়িঘর ধসে গেছে।
এই সময় আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার বাসিন্দা বেগ। বলেন, ‘ভূমিকম্পে অনেক ভবন ধসে না পড়লেও ভেতরে ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে ছিলাম এই ভেবে যে যদি আরো কম্পন হয়! তাহলে ভবনগুলো ভেঙে পড়বে। অনেক মানুষের মৃত্যু হবে। এখানকার অনেক মানুষ আতঙ্কে আছে।’
এই ঘটনার পর উদ্ধারকর্মীরা সেখানে ছুটে গেছেন।
মুনা আল-ওমর নাম এক নারী জানান, যখন ভূমিকম্প হয় তিনি তখন মধ্য আনতাকিয়ার একটি পার্কের তাবুতে ছিলেন।
তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, পায়ের নিচে পৃথিবীটা দুই ভাগ হয়ে যাবে!’
কথা বলতে গিয়ে সাত বছরের সন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন মুনা।
আতঙ্কিত হয়ে প্রশ্ন করেন, ‘আবারো কি ভূমিকম্পে চারপাশ কেঁপে উঠবে?’
সূত্র : আল-জাজিরা