মহামারী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৬ জনে। গতকাল শুক্রবার পর্যন্ত ৬৭ হাজার মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, জাপানে নতুন করে আটজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস এখন আফ্রিকায় ঢুকে পড়েছে। প্রথমবারের মতো আফ্রিকার দেশ মিসরে করোনাভাইরাস আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টি নিশ্চিত করে জানায়, ওই ব্যক্তি মিসরের নাগরিক নন। তিনি বিদেশ থেকে এসেছিলেন, তাকে এখন আলাদা করে রাখা হয়েছে।
বিশ্বব্যাপী এই ভাইরাসটি অন্তত ২৮টি দেশে ছড়িয়ে পড়েছে। কেন্দ্রবিন্দু চীন হলেও এর বাইরে জাপান, হংকং এবং ফিলিপাইনে তিনজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বেশ কয়েকটি দেশ।