জনপ্রিয় চিত্রনায়িকা পপি। বর্তমানে ব্যস্ত আছেন বিভিন্ন স্টেজ শো নিয়ে। ব্যস্ততা ও বিভিন্ন বিষয়ে কথা হয় তার সঙ্গে…
খুব ব্যস্ত সময় পার করছেন?
বছরের শুরু থেকেই বেশ ব্যস্ততার ভেতর দিয়ে কাটছে। যদিও ঢাকাই ছবির বর্তমান অবস্থা ভালো নয়। এর মধ্যেও যে কাজ করছি সেটাই অবাক করার বিষয়। কয়েক দিন আগে মালয়েশিয়াতে শো করলাম। ওখানকার দর্শকদের উচ্ছ্বাস দেখে বেশ ভালো লেগেছে। এর পর শাকিব খানসহ ভোলার চরফ্যাশনে একটি স্কুলের ৫০ বছর পূর্তি উৎসবে আমরা স্টেজে পারফরম্যান্স করলাম। ভালোই ছিল শোটি।
গতকালও তো শো ছিল?
হুম। গতকাল ভালোবাসা দিবস উপলক্ষে বসুন্ধরা আবাসিক এলাকায় ৩০০ ফিট সংলগ্ন মেহেদী ফুড কোর্টের একটি শোতে পারফরম করেছি।
সিনেমার খবর কী?
সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’ সিনেমার ডাবিং শেষ করলাম। এ সিনেমায় আমার বিপরীতে আমিন খান অভিনয় করেছেন। ছবিটি সামনে মুক্তি পাবে। অনেক দিন পর অ্যাকশন দৃশ্যে দর্শক আমাকে দেখতে পাবেন।
‘কাটপিস’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। শুটিং শুরুর আগেই পোস্টারও প্রকাশিত হয়েছে। কিন্তু শুটিংয়ের খবর নেই?
প্রযোজক নিজেই ছবির নায়ক হতে চান। এখন পেশাদার প্রযোজকের অভাবে চলচ্চিত্রের অবস্থা খারাপ। ১২০০ সিনেমা হল থেকে এখন হলের সংখ্যা একশতে নেমে গেছে। পেশাদার প্রযোজক দরকার।
‘গ্যাংস্টার’ নামের একটি ছবির কথা শোনা যাচ্ছে, আপনি থাকছেন?
শাহীন সুমন পরিচালিত বড় বাজেটের সিনেমা ‘গ্যাংস্টার’। এরই মধ্যে এ সিনেমায় আমি চুক্তিবদ্ধ হয়েছি। এখানে আমার বিপরীতে আনিসুর রহমান মিলন অভিনয় করবেন। তার সঙ্গে নাটকে কাজ আগে হলেও সিনেমায় প্রথম কাজ হচ্ছে। কিছুদিনের মধ্যে এ সিনেমার কাজ শুরু হবে। ছবিটি নিয়ে আমি আশাবাদী।