শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে টর্নোডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি : গভর্নর

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৫৯ বার

আরকানসাসে বড় ধরনের টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় এ অঙ্গরাজ্যের গভর্নর টুইট করে এ কথা জানিয়েছেন। শুক্রবার এ টর্নেডো আঘাত হানার পর উদ্ধারকর্মীরা দ্রুত তাদের কার্যক্রম শুরু করে।

গভর্নর সারাহ হুকাবায়ে স্যান্ডার্স টুইটারে জানিয়েছেন, পুলিশ ও জরুরি সেবাসমূহ দুর্গতদের সহায়তায় কাজ করছে। জাতীয় আবহাওয়া দফতর আরো ঝড়ের পূর্বাভাস দেয়ায় তিনি বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

স্যান্ডার্স বলেছেন, মধ্য আরকানসাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, রাজ্যের রাজধানী লিটল রকের কাছে এ টর্নোডো আঘাত হানে। এতে গাছপালা উপড়ে গেছে এবং বাড়িঘর ধ্বংস হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ৭০ হাজারেরও বেশি লোকজন।

গভর্নরের কার্যালয় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর দিতে পারেনি। তবে স্থানীয় একটি হাসপাতাল থেকে বলা হয়েছে, তাদের এখানে আহত ব্যক্তিরা আসছেন। এদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বিশেষ করে এর মধ্য ও দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাত একটি সাধারণ ঘটনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com