বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যবসায় টিকে থাকতে এবং ব্যাংকের দায় পরিশোধের জন্য সুদমুক্ত ঋণ চেয়েছেন।
এছাড়াও তারা একই জায়গায় আবার ব্যবসা পরিচালনার জন্য অবকাঠামো উন্নয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বুধবার (৫ এপ্রিল) ক্ষতিগ্রস্ত বাজারের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে বঙ্গবাজার মার্কেটের ব্যবসায়ীরা এ দাবি জানান। এর আগে সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডে বঙ্গবাজার ও এর আশেপাশের মার্কেটে প্রায় পাঁচ হাজার ছোট-বড় দোকান পুড়ে গেছে।
পুড়ে যাওয়া দোকানের সামনে দাঁড়িয়ে ব্যবসায়ী দাউদ মিয়া বলেন, কয়েকদিন আগে ব্যাংক থেকে ১৫ লাখ টাকা লোন নেন জামানত হিসেবে বাড়ি দিয়ে।
তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, ‘আগুনে আমার তিনটি দোকানের মালামালসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে, আমি এখন নিঃস্ব। কিস্তি পরিশোধের কোনো ব্যবস্থা নেই। তাই, আমি সরকারের কাছে ব্যাংকের ঋণ পরিশোধের জন্য সুদমুক্ত ঋণের জন্য অনুরোধ করছি।’
ব্যবসায়ীরা একই জায়গায় আবার দোকান স্থাপনের অনুমতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান, যাতে তাদের গুদামে কাপড় আছে এমন ব্যবসায়ীরা তা বিক্রি করতে পারে।
কর্তৃপক্ষ বলছে, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য একটি মূল্যায়ন করা হচ্ছে, দৃশ্যত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য একটি পথ তৈরি করা হচ্ছে।
সূত্র : ইউএনবি