সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর্ন মডেলকে টাকা দিয়ে মুখ বন্ধ রাখার মামলা তদারকির দায়িত্বে নিয়োজিত বিচারপতি এবং তার পরিবার মামলাটি শুরু হওয়ার পর থেকে ‘কয়েক ডজন’ হুমকি পেয়েছেন। হুমকির প্রেক্ষাপটে ট্রাম্পের মামলার সাথে সম্পৃক্ত সুপ্রিম কোর্টের বিচারপতি জুয়ান মারচান, ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগ এবং আদালতের অন্যান্য কর্মকর্তার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ট্রাম্পের বিরুদ্ধে মামলা শুরুর পর থেকেই তারা হুমকি পাচ্ছেন বলে জানা গেছে। ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের নির্বাচনের আগে তিনি অর্থ দিয়ে এক পর্ন মডেলের সাথে তার অবৈধ সম্পর্কের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি অভিযোগে বলা হয়েছে, ট্রাম্প টাওয়ারের সাবেক এক দারোয়ানকে ট্রাম্পের বিবাহ-বহির্ভূত এক কন্যার মা সম্পর্কে তথ্য চেপে যেতে টাকা দেওয়া হয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ আনা হয়েছে।
তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।
এপ্রিলেল প্রথম সপ্তাহে ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার সময় কথাবার্তায় সংযত হওয়ার জন্য ট্রাম্পর্কে সতর্ক করে দিয়ে বলেন, তা না হলে উত্তেজনা বা নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হতে পারে।
আদালতে যাওয়ার আগে ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে জানান, এই বিচারপতি ও তার মেয়ে জো বাইডেন ও কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন।
অন্যদিকে ট্রাম্প তার মার-এ-লাগো এস্টেটে সমর্থকদের বলেন যে মারচান হলেন একজন ‘ট্রাম্পবিদ্বেষী বিচারপতি, তার স্ত্রী ও হলো ট্রাম্পবিদ্বেষী এবং তার মেয়ে কমলা হ্যারিসের হয়ে কাজ করেছেন।’
বিচারপতি ও তার পরিবারের ব্যাপারে ট্রাম্প ও অন্যদের সমালোচনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নিউইয়র্ক আদালতের মুখপাত্র লুসিয়ান চালফেন জানান, আদালত বা মারচান- কেউই এ ব্যাপারে কোনো মন্তব্য করবেন না।