দিনাজপুরে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল ট্রেনটি ফুলবাড়ী যাওয়ার পথে মোবারকপুর রেল গেটে এই দুর্ঘটনার ঘটে।
নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার উলিপুর থানার হামিদুল ইসলাম (৪০)। তিনি ব্র্যাকের ক্রেডিট অফিসার হিসেবে নীলফামারী জেলার কিশোরগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। অপর ব্যক্তি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারি পাটোয়ারী পাড়া গ্রামের সুশান্ত রায় (৪২)। তিনি পেশায় ব্যবসায়ী।
পুলিশ জানিয়েছে, প্রাতিষ্ঠানিক ছুটি থাকায় একটি মোটরসাইকেলে করে রাজশাহী যাচ্ছিলেন হামিদুল ইসলাম ও সুশান্ত রায়। পথে ফুলবাড়ী উপজেলার মোবারকপুর অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় খুলনাগামী মেইল ট্রেনটি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে সকাল ১১টায় পার্বতীপুর জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
প্রত্যক্ষদর্শী রেলওয়ের কীম্যান মো. বিপ্লব ইসলাম বলেন, ‘আমি ওই সময় মোবারকপুর রেলগেটের পাশে দাঁড়িয়ে ছিলাম। উত্তর দিক থেকে খুলনা মেইল ট্রেনটি ফুলবাড়ীর দিকে আসছিল। এ সময় রাস্তার পূর্বদিক থেকে ওই মোটরসাইকেল দ্রুত গতিতে রেল লাইন ক্রস করার সময় ট্রেনের সামনে পড়ে যায়। ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে প্রচণ্ড শব্দে রেলওয়ের খুঁটির কাছে ছিটকে পরে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’
নিহত হামিদুল ইসলামের সহকর্মী দেলোয়ার হোসেন জানান, নিহত হামিদুল ইসলাম দুইদিন অফিস ছুটির কারণে মোটরসাইকেলে করে এক সহকর্মীর বাড়ি রাজশাহী যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, ‘ঘটনার পর আমিসহ আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করছি। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।