বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে আইনজীবী হত্যা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান আইনজীবীকে ‘কুপিয়ে হত্যা করল’ ইসকন সদস্যরা অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ চিন্ময়কে গ্রেফতারের নিন্দা জানিয়ে ভারতের বিবৃতি মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

‘পেঁয়াজের দাম বৃদ্ধিতে শুধু সিন্ডিকেট নয়, লাখ লাখ মানুষ জড়িত’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৫৭ বার

শুধু করপোরেট সিন্ডিকেট নয়, পেঁয়াজের দাম বৃদ্ধির সঙ্গে লাখ লাখ মানুষ জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

আজ বৃহস্পতিবার সকালে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

এএইচএম সফিকুজ্জামান বলেন, ‘সাধারণত পেঁয়াজ উঠে মার্চ-এপ্রিল মাসে। কিন্তু এক মাসের মধ্যে এমন দাম বৃদ্ধি অস্বাভাবিক। অনেকই বলছেন, করপোরেট লোকজন সিন্ডিকেট করছে। আসলে শুধু করপোরেট সিন্ডিকেট নয়; এর সঙ্গে জড়িত লাখ লাখ লোক।’

তিনি বলেন, ‘রোজা পর্যন্ত পেঁয়াজের দাম ঠিক ছিল। চাষিরা যখন খবর পেয়েছেন ভারতে বৃষ্টি হয়েছে, তখন থেকে দাম বেড়ে যাচ্ছে। যখনি ভারত আমদানি বন্ধ করছে, তখনই দাম বেড়ে যাচ্ছে। হঠাৎ করেই পেঁয়াজের দাম বৃদ্ধি কাম্য নয়।’

বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে মহাপরিচালক বলেন, ‘অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে, চলমান থকবে। আমাদের কাজ আমরা করে করছি। তবে সবাইকে সচেতন হতে হবে।’

এ সময় সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, ওসি চৌধুরী জোবায়ের আহমেদ, সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলামসহ আমদানি-রপ্তানিকারক, ব্যবসায়ী ও স্থলবন্দর সংশ্লিষ্টরা।

দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়েও একই বিষয়ে মত বিনিময় করেন মহাপরিচালক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com