বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:১২ অপরাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান বসতঘরে, মা-মেয়ে নিহত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৬৬ বার

টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে একটি বসতঘরে ঢুকে যায়। এ সময় পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মা-মেয়ে নিহত হন।

গতকাল সোমবার রাত ২টায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নল্লা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ধনবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- উপজেলার নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)।

ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন জানান, গতকাল রাতে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে যায়। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে নিহত ও বাবা গুরুতর আহত হন। মরদেহগুলো উদ্ধার করে ধনবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে আহত গণেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com