সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ৯

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ২৮২ বার

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা মঙ্গলবার বেড়ে দাঁড়িয়েছে ৯ জন, নিহতরা সকলেই ওয়াশিংটন অঙ্গরাজ্যের এবং বেশীরভাগই একই নার্সিংহোমে ভর্তি ছিলেন। নিহতদের ৮ জন সিয়াটল কেন্দ্রিক কিং কাউন্ট্রির এবং ১ জন পার্শ্ববর্তী কাউন্ট্রির। দেশব্যাপী ১০০ বেশী করোনা আক্রান্ত সনাক্ত করা হয়েছে, আক্রান্তরা পূর্ব ও পশ্চিম উপকূল এবং মধ্য পশ্চিমাঞ্চলের।

সিয়াটলের উপকন্ঠে লাইফ কেয়ার সেন্টার নার্সিং হোম ও পুনর্বাসন কেন্দ্রে আক্রান্তদের রাখা হয়েছে,পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত কেন্দ্রটিতে আক্রান্তদের পরিবারের সদস্যদের পরিদর্শন এবং নতুন ভর্তি নিষিদ্ধ করা হয়েছে।

সিয়াটল হারবরভিউ মেডিকেল সেন্টারে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে, এই হাসপাতালের এক মুখপাত্র সুজান গ্রেগ বলেন, নিহত ব্যক্তির সংস্পর্শে আসা সেবাকর্মীদের সনাক্ত করা হচ্ছে।

গত ডিসেম্বরে চীনে প্রথম এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে, এতে এ পর্যন্ত বিশ্বব্যাপী ৩ হাজার ১০০’র বেশী লোক মারা গেছেন। সূত্র : বাসস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com