সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন

‘এলএফআই’ পেয়েছে ইমিগ্র্যান্ট ও বারী হোম কেয়ার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৫৫ বার

নিউইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী কনট্রাক্টিং এটেস্টেশান কর্মসূচির আওতায় সিডিপ্যাপ (কনজ্মুার ডিরেক্টেড পার্সোনাল এসিসট্যান্স প্রোগ্রাম) এর জন্য লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী (এলএফআই) হিসেবে ‘এলএফআই’ পেয়েছে বাংলাদেশী মালিবানাধীন। ইমিগ্র্যান্ট হোম কেয়ার ও বারী হোম কেয়ার।

জানা গেছে, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের কর্ণধার গিয়াস আহমেদ লিড এফ আই পেয়েছেন। লিড আরএফও পেয়েছে কমিটেড হোম কেয়ার। গিয়াস আহমেদ দীর্ঘদিন ধরে সততার সাথে হোম কেয়ার ব্যবসার সাথে জড়িত। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ডিপার্টমেন্ট অব হেলথের সকল নিয়মকানুন মেনে চলছি। সকল অডিটে শতভাগ রেজাল্ট পেয়ে ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার টপ এজেন্সী হিসেবে স্থান করে নিয়েছে। তিনি বলেছেন, যারা লিড এফ আই পানননি তারা সাব কন্ট্রাক্টর হিসেবে আমাদের সাথে কাজ/ব্যবসা করতে পারবেন। উল্লেখ্য, কমিটেড হোম কেয়ার ও ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের মোট ১২টি শাখা বিভিন্ন এলাকায় কাজ করছে। বিশিষ্ট রাজনীতিক গিয়াস আহমেদবিএনপি কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য। মূলধারার রাজনীতিতেও তিনি সক্রিয়। কমিউনিটিতে একজন সফল ব্যবসায়ীর পাশাপাশি রাজনীতিবিদ হিসেবেও খ্যাতি রয়েছে তার।

অপরদিকে বারী হোম কেয়ারও নিউইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক ‘এলএফআই’ হিসেবে মনোনীত হয়েছে। এ বিষয়ে বারী হোম কেয়ারের কর্ণধার আসেফ বারী টুটুল বলেন, বারী হোম কেয়ার নিউইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী কনট্রাক্টিং এটেস্টেশান কর্মসূচির আওতায় সিডিপ্যাপ (কনজ্মুার ডিরেক্টেড পার্সোনাল এসিসট্যান্স প্রোগ্রাম) এর জন্য লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী (এলএফআই) হিসেবে মনোনীত হওয়ায় আমরা আনন্দিত, এটি একটি বড় অর্জন। তিনি বলেন নিউইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথ-এর উপরোক্ত কর্মসূচির আওতায় গত ২০২০ সালের মার্চ মাসের পূর্বে যে সমস্ত হোমকেয়ার এজেন্সির গ্রাহক সংখ্যা একটি নির্দিষ্ট সীমায় পৌঁছাতে সক্ষম হয়েছিল, সে সকল হোম কেয়ার প্রতিষ্ঠানকেই লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী (এলএফআই) হিসেবে মনোনীত করা হয়েছে। যে সকল হোমকেয়ার (সিডিপ্যাপ) এজেন্সি উপরোক্ত গ্রাহক সীমা অতিক্রম করতে সক্ষম হয়নি, সে সকল প্রতিষ্ঠানকে লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী (এলএফআই) হিসেবে চিহ্নিত হোমকেয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করতে হবে। সংকুচিত বাজেট এবং পর্যাপ্ত জনবলের অভাবে নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ হোমকেয়ার প্রতিষ্ঠানসমুহকে যথাযথ তদারকির জন্য লীড ফিস্কাল ইন্টারমিডিযয়রী কনট্রাক্টিং এটেস্টেশান কর্মসূচির প্রবর্তন করেছে।

সিডিপ্যাপ সম্পর্কে তিনি বলেন, এই প্রোগ্রামটি গ্রাহক নির্দেশিত ব্যক্তিগত সহায়তা প্রোগ্রাম যা নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক স্বীকৃত। এই প্রোগ্রামের আওতায় বয়স্ক এবং অক্ষমদের জন্য একটি হোম কেয়ার সুবিধা সরবরাহ করা হয়। দক্ষ পেশাদার, যোগ্যতাসম্পন্ন লোকজন দ্বারা বয়স্ক এবং অক্ষমদের সাহায্য ও দৈনন্দিন সমস্ত কাজে সেবা প্রদান করা হয় যা প্রতিটি রোগীর ব্যক্তিগত চাহিদা অনুযায়ী নির্ধারণ করা হয়। নিউইয়র্ক স্টেট মেডিকেডের আওতাধীন ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ এই সুবিধা নিতে পারে। পাশাপাশি এই প্রোগ্রামের আওতায় আপনি ঘরে বসে পরিবারের সদস্য বা প্রিয়জনের সেবা করে প্রতি সপ্তাহে আয়ের সুবর্ণ সুযোগ নিতে পারেন। এটি একটি সহজ পদ্ধতি।

তিনি আরো বলেন, কমিউনিটির বয়বৃদ্ধদের সেবায় আমাদের জ্যাকসন হাইটসসহ মোট ১০টি শাখা থেকে কার্যক্রম পরিচালনা করে আসছি। জ্যাকসন হাইটস ছাড়াও আমাদের জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলীন, ওজন পার্ক, লং আইল্যান্ড ও বাফেলোতে শাখা অফিস থেকে গ্রাহকদের প্রয়োজনীয় সেবা প্রদান করছি।

বারী হোম কেয়ারের চেয়ারম্যান মুনমুন হাসিনা বারী বলেন, এই অর্জন শুধু আমাদের একার নয়, আমাদের সকল গ্রাহক, শুভানুধ্যায়ী ও কমীর্রাও এর অংশীদার। তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি তাদের সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com