রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

ফতুল্লায় আ’লীগ অফিস-রেস্টুরেন্টে হামলা, পুলিশসহ আহত ১২

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৮৭ বার

নারায়ণগঞ্জের ফতুল্লায় হঠাৎ এক কিলোমিটার এলাকা জুড়ে হামলা চালিয়ে আ’লীগের অফিসসহ রেস্টুরেন্ট, মুদি দোকান, বাসা-বাড়ি ভাংচুর করার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ-পথচারীসহ প্রায় ১২ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। তবে হামলাকারীরা কেন এমনটা করছে তা কেউ বলতে পারছেন না।

শনিবার (১৯ আগস্ট) রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ফতুল্লার মাসদাইর তালা ফেক্টরি মোর থেকে মাসদাইর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে দীর্ঘ এক কিলোমিটার এলাকায় এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টায় নেছার ও সাব্বির তাদের বাহিনীর অন্তত অর্ধ শতাধিক সন্ত্রাসী নিয়ে মাসদাইর তালা ফেক্টরি এলাকায় তাণ্ডব চালায়। এ সময় ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিস বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শামীম ওসমানের ছবিসহ চেয়ার-টেবিল ভাংচুর করে। এরপর সড়কের পাশে দোকান, রেস্টুরেন্ট ও বাসা-বাড়ি ভাংচুর করে কুপিয়ে ছিন্নভিন্ন করে। সন্ত্রাসীরা মাসদাইর সরকারি বালিকা বিদ্যালয় পর্যন্ত এ তাণ্ডব চালিয়ে পালিয়ে যায়। এ সময় সড়কে যাকে কাছে পেয়েছে তাকেই তার কুপিয়ে জখম করেছে। এরমধ্যে রূপগঞ্জ থানার এসআই মারুফ সাদাপোশাকে মোটরসাইকেলে ফতুল্লা থেকে রূপগঞ্জ যাওয়ার পথে মাসদাইর সরকারি বালিকা বিদ্যালয়ের কাছে পৌঁছালে ওই সন্ত্রাসীরা তার হাতে কুপিয়ে মারাত্মক জখম করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। আহত পুলিশ কর্মকর্তাসহ অন্যদের খানপুর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com