মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

ভারতকে খোঁচা দেয়ার সুযোগ হাতছাড়া করলেন না নাজাম শেঠি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৪৪ বার

বিশ্বকাপ শুরু হতে দেড় মাসও নেই হাতে, এখনো সূচি নিয়েই কাটেনি বিড়ম্বনা। এমনিতেই দেরিতে প্রকাশ হয়েছে সূচি, পরে আবার পরিবর্তনও এসেছে। পরিবর্তন আসতে পারে আরো! বারবার এমন সূচি বদলে যাওয়ায় বেশ ক্ষিপ্ত নাজাম শেঠি। আয়োজক দেশ ভারতকে রীতিমতো খোঁচা দিয়েছেন তিনি।

আগের দুই বিশ্বকাপের সূচি বছরখানেক আগেই প্রকাশ করেছিল আয়োজকরা। সেখানে এবারের আয়োজক ভারত সূচি প্রকাশ করে মাত্র ১০০ দিন আগে। তবে আসর মাঠে গড়ানোর মাস দুয়েক বাকি থাকতে নানা কারণে পরিবর্তন আসে সূচিতে। তবে এই সূচি নিয়েও দেখা দিয়েছে শঙ্কা, আবারো বদলে যেতে পারে সূচি।

বিশ্বকাপের সূচি নিয়ে এমন তালগোল পাকানোয় বিসিসিআইকে খোঁচা দেয়ার সুযোগ হাতছাড়া করেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। এমনকি সূচি সাজাতে তার কাছে ভারতীয় বোর্ডের পরামর্শ নেয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।

নিজে পিসিবির সভাপতি থাকাকালে মাস দুয়েক আগে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো ভারতের বাইরে নিরপেক্ষ ভেন্যুগুলোতে আয়োজন করার প্রস্তাব করেছিলেন তিনি। এবার সেই প্রসঙ্গ টেনেই রোববার শেঠি একটি টুইট করেন।

যেখানে তিনি লিখেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের যে পরামর্শ আমি দিয়েছিলাম, বিসিসিআইয়ের সেটা গ্রহণ করা উচিত ছিল। তারা এখন ক’দিন পরপর সূচিতে সমন্বয় করতে গিয়ে এলোমেলো করে ফেলছে।’

উল্লেখ্য, নিরাপত্তা ইস্যুতে আহমেদাবাদ ও কলকাতা পুলিশের অনুরোধে দুই সপ্তাহ আগে সূচি পরিবর্তন করে বিসিসিআই। এবার একই ইস্যুতে সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিষয়টি নিয়ে ভাবছে ভারতীয় ক্রিকেটের ভাগ্যনির্ধারকরা।

তবে সূচিতে এমন বদল প্রভাব পড়ছে সামনে-পেছনের আরো কয়েকটি ম্যাচে। যার কারণে ভারত ও ভারতের বাইরে থেকে যারা খেলা দেখতে যেতে চান, তারা টিকিট ও হোটেল নিশ্চিত করা নিয়ে পড়ছেন বিপাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com