মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

বেঁচে আছেন হিথ স্ট্রিক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪৫ বার

হিথ স্ট্রিক মারা যাননি। তিনি বেঁচে রয়েছেন। বহাল তবিয়তে হোয়াটসঅ্যাপে কথাও বলছেন। এই দাবি করলেন তার সতীর্থ হেনরি ওলোঙ্গা। অথচ তিনিই বুধবার সকালে দীর্ঘ বার্তা পোস্ট করে স্ট্রিকের মৃত্যুর খবর জানিয়েছিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই তার বক্তব্য বদলে গেছে। পুরনো টুইটটিও তিনি মুছে দিয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওলোঙ্গা একটি কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেন টুইটারে। সেটি স্ট্রিকের সাথে তার কথোপকথন বলে দাবি করেছেন তিনি। সাথে লিখেছেন, ‘আমি নিশ্চিতভাবে জানাতে চাই যে- হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। আমি নিজেই ওর মুখ থেকে শুনেছি যে- ও এখনো জীবিত। তৃতীয় আম্পায়ার আবার ওকে ফিরিয়ে এনেছে। ও বেঁচে রয়েছে।’

উল্লেখ্য, স্ট্রিকের মৃত্যুর খবর জিম্বাবুয়ে ক্রিকেটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কখনোই জানানো হয়নি। সে দেশের সরকারের কোনো মুখপাত্রও খবরের কথা স্বীকার করেননি। কিন্তু বিভিন্ন সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মুখে মুখে এই সংবাদ ছড়িয়ে পড়ে। স্ট্রিকের শারীরিক অবস্থা কেমন সে সম্পর্কেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানা যায়নি।

১৯৯৩ সালে ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক হয় স্ট্রিকের। দেশের হয়ে ১৮৯টি এক দিনের ম্যাচ এবং ৬৫টি টেস্ট খেলেছেন তিনি। টেস্টে ১ হাজার ৯৯০ রান এবং ২১৬টি উইকেট রয়েছে তার। সাদা বলের ক্রিকেটে ২ হাজার ৯৪৩ রান এবং ২৩৯টি উইকেট রয়েছে। ২০০৫-এ আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলেন তিনি। দেশকে ২১টি টেস্ট এবং ৬৮টি এক দিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
সূত্র : আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com