এশিয়া কাপে অংশ নিতে রাতে পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন লিটন দাস। দেশের কয়েকটি সংবাদমাধ্যমকে এমনটি নিশ্চিত করেছেন বিসিবি এক অফিসিয়াল।
টুর্নামেন্টে ইতোমধ্যে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। এই পর্বকে কেন্দ্র করেই লিটনের যাত্রা। যেখানে আজ সোমবার রাত ৯টার ফ্লাইটে পাকিস্তানের উড়াল দেবেন এই ওপেনার। সেখান থেকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
লিটন এর আগে এশিয় কাপের স্কোয়াডে থাকলেও ডেঙ্গু জ্বরের কারণে দলের সঙ্গে যেতে পারেননি। পরে জ্বর কমলেও শারিরীক দুর্বলতা থেকে যায় তার। ফলে পূর্ণ ফিট না হওয়ায় গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তাকে পায়নি বাংলাদেশ।
ডানহাতি এই ব্যাটারের পরিবর্তে উড়িয়ে নেওয়া হয়েছিল আরেক ওপেনার এনামুল হক বিজয়কে। যদিও বিজয়কে গ্রুপ পর্বের দুই ম্যাচে খেলানো।