শরিফুলের জোড়া আঘাতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। পরপর দুই ওভারে দুই উইকেট তুলে নিয়েছেন তিনি। ফিরিয়েছেন থিতু হওয়া দুই ব্যাটারকেই। পাথুম নিশানকার পর কুশল মেন্ডিস, দু’জনেই শিকার এই পেসারের।
দীর্ঘ অপেক্ষার পর আনন্দের উপলক্ষ পেল টাইগাররা। প্রথমে পাথুম নিশানকাকে ফিরিয়ে জুটি ভাঙেন, এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন তাকে। ফেরার আগে ৬০ বলে ৪০ রান করেন নিশানকা।
পরের ওভারে এসে মাত্রই ফিফটি করা মেন্ডিসকে সাজঘরের পথ দেখান বাঁ হাতি এই পেসার। তাসকিনের ক্যাচ বানান তাকে। আউট হবার আগে ৭৩ বলে ৫০ রান করেন মেন্ডিস।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৩৫ রানে উদ্বোধনী জুটি ভাঙে শ্রীলঙ্কার। দিমুথ করুনারত্নে ফেরেন ১৭ বলে ১৮ রান করে। ষষ্ঠ ওভারে হাসান মাহমুদের শিকার হন তিনি। তবে এরপর নিশানকা ও মেন্ডিস মিলে ধরেন হাল। দু’জনের জুটিতে আসে ১০৮ বলে ৭৪ রান।