সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে হঠাৎ এশিয়া কাপ চলাকালীন দেশে ফিরেন মুশফিকুর রহিম। তবে নবাগত সন্তানের পাশে কয়েকদিন কাটিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর ফের দলে যোগ দেবেন এই ব্যাটার।
বিষয়টি নিশ্চিত করেছেন জালাল ইউনুস।
৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ খেলে দেশে ফিরেছিলেন মুশফিক। ১১ সেপ্টেম্বর মেয়ের বাবা হন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মুশফিক নিজেই।
তবে মুশফিক ফেরার পর থেকেই একটা প্রশ্ন চলছিল সমর্থকদের মনে, মুশফিক আদৌ ফিরবেন তো দলে? খেলবেন কি এশিয়া কাপের শেষ ম্যাচে, ভারতের বিপক্ষে? যদি ফেরেন, তবে কবে ফিরবেন? সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কায় গণমাধ্যমের সাথে আলাপকালে জালাল জানান, ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন দলে ফিরবেন মুশফিক। এই সময়ে মুশফিক ঢাকাতে অনুশীলন করবেন বলেও জানান তিনি। বলেন, ‘মুশফিক ১৪ তারিখ সকাল বেলা ওইখানে (ঢাকা) অনুশীলন করবে, অনুশীলন করে ওইখান থেকে এখানে চলে আসবে ম্যাচ খেলার জন্য।’
মুশফিক ছাড়াও ঢাকায় ফিরেছিলেন সাকিব আল হাসান। ব্যক্তিগত কাজে তিনদিনের ছুটিতে এসেছিলেন বাংলাদেশের অধিনায়ক। তবে বুধবার দলের সাথে যোগ দেয়ার কথা তার। এদিকে সাকিবের এই ছুটি নিয়ে নাখোশ অনেক সমর্থকরা। তাদের দাবি সাকিবের ছুটি নেয়া দলে প্রভাব ফেলবে।
তবে বিষয়টি মানতে নারাজ জালাল ইউনুস। তিনি বলেন, ‘অধিনায়ক দুই-তিনদিনের জন্য গেছে। এটুকু সময়ের মধ্যে অধিনায়কের অনুপস্থিতি খুব একটা প্রভাব ফেলছে না। আমার মনে হয় অধিনায়ক এসেই আমাদের সাথে আবার আলাপ আলোচনা করবে। আশা করছি যে সে কালকে চলে আসবে।’