সাবেক সোভিয়েত জমানার সমরাস্ত্র বাতিল করে আধুনিক অস্ত্র চায় পোল্যান্ড। তার জন্য ২০০ কোটি ডলার ঋণ আমেরিকার।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বলেছে, ‘পোল্যান্ড আমাদের একজন খুবই গুরুত্বপূর্ণ সঙ্গী। পোল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর পূর্বপ্রান্তের সামগ্রিক নিরাপত্তার জন্য জরুরি।’
পোল্যান্ডের সাথে বেলারুশের দীর্ঘ সীমান্ত আছে। বেলারুশ আবার রাশিয়ার বন্ধু দেশ। তাদের নিয়ে ন্যাটো ও ইইউ খুবই চিন্তিত।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ‘প্রতিবেশী ইউক্রেনকে সাহায্য করার ক্ষেত্রে পোল্যান্ড কেন্দ্রীয় ভূমিকা নিয়েছে। তাদের মাধ্যমে আন্তর্জাতিক সাহায্য ইউক্রেনে পৌঁছেছে। তারা প্রতিরক্ষায় খরচও বাড়িয়েছে।’
প্রতিরক্ষা খরচ বাড়াচ্ছে পোল্যান্ড
রাশিয়ার আগ্রাসনের পর পোল্যান্ড ইউক্রেনকে তাদের যুদ্ধবিমান দিয়েছে, কামান ও গোলাবারুদ দিয়েছে। এবার তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করতে চাইছে।