ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আর মাত্র কদিন বাকি। এরই মধ্যে অংশগ্রহণ করা ১০টি দল আয়োজক দেশে পৌঁছে গেছে। বাংলাদেশ দলও সাকিব আল হাসানের নেতৃত্বে ভারতে নিজেদের পূর্ব প্রস্তুতি সেরে নিচ্ছে।
টাইগারদের গত ২ বিশ্বকাপে অধিনায়কত্ব করেছেন মাশরাফি বিন মর্তুজা। তার নেতৃত্বে আসরগুলোতে ভালো-খারাপা মিলিয়ে পারফরম্যান্স করেছিল লাল-সবুজের দল। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর না নিলেও মাঠের বাইরেই আছেন। তবে এবার বিশ্বকাপ খেলতে যাওয়া দলটিকে ঠিকই শুভকামনা জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই তারকা।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ রোববার সকালে একটি ভিডিও আপলোড করেছেন মাশরাফি। যেখানে তিনি বলেন, আমি অবিয়াসলি আশা করছি এই দল ভালো করবে। কিন্তু যদি না করে আমি দলের সাথেই থাকবো। আপনারা হয়তো তখন আমাকে গালি দিতে পারেন, আমাকে নিয়ে ট্রল করতে পারেন। এটা আপনাদের ব্যাপার। টাইগাররা দেখিয়ে দাও, তোমরা কতটা ভালো।
এমন বার্তা আরও আসবে জানিয়ে মাশরাফি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, সন্ধ্যা ৬টায় আবারও ফিরছেন।