রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

কানাডায় পুরো এপ্রিল স্কুল বন্ধ, ৩০ জুন পর্যন্ত সব অনুষ্ঠান বাতিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ২৬৬ বার

করোনা ভাইরাস এর কার কানাডার অন্টারিও প্রদেশের স্কুল বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন করে মেয়াদ না বাড়লে সব ধরনের স্কুল ১ লা মে পযন্ত বন্ধ থাকবে। এরপর শনি ও রবিবার সরকারি ছুটির দিন থাকায় ৪ঠা মে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলবে। গতকাল ৩১ শে মার্চ স্কুল বন্ধের নতুন এ ঘোষণা করেন অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড এবং শিক্ষামন্ত্রী স্টিফেন লিসি। এদিকে গত ২৩ শে মার্চ অন্টারিও প্রদেশের প্রিমিয়ার এক ঘোষণায় করোনা ভাইরাসের জন্য দুই সপ্তাহ ছুটি ঘোষণা করেন। এ ছুটি মার্চ ব্রেকের ছুটির সঙ্গে মিলিয়ে করা হয়। এ সময় অন্টারিও প্রদেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ নির্ধারণ করা হয় ৬ই এপ্রিল। দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকলেও এ সময় ছাত্র-ছাত্রীদের কিভাবে পাঠদান করা হবে এনিয়েও কথা বলেন প্রিমিয়ার ও শিক্ষামন্ত্রী।

এদিকে এ বছর কানাডার অন্টারিও প্রদেশের টরেন্টো শহরের সবচেয়ে বড় ইভেন্ট প্রাইড প্যারেড এ বছর অনুষ্ঠিত হবে না। কারণ টরেন্টো সিটি মেয়র জন টরি সব ধরনের অনুষ্ঠান পালন ৩০শে জুন পর্যন্ত স্থগিত করেছেন। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেয়া সত্যিই কঠিন। কিন্তু তারপরও মানুষের জীবন রক্ষায় প্রাইড প্যারেড বন্ধ করতে হচ্ছে। আমাদের টীম কাজ করছে এ বছর নতুন করে কিভাবে প্রাইড ফেস্টিভ্যাল পালন করা যায়। সামাজিক দূরত্ব বজায় রাখতে অনেক কিছুই এখন আমাদের সেক্রিফাইজ করতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com