শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

২৩ ডিসেম্বর বাংলাদেশ ল, সোসাইটি ইউএসএ ইনক’র নির্বাচন

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৭৪ বার

বাংলাদেশ ল, সোসাইটি ইউ এস এ, ইনক এর নির্বাচন ২০২৫-২০২৫ বর্ষের নির্বাচন আগামী ২৩শে ডিসেম্বর ২০২৩ শনিবার অনুষ্ঠিত হবে । নির্বাচন কমিশনের পুর্ব ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর নমিনেশন গ্রহণ এর শেষ তারিখ ছিল রাত্র ৮ ঘটিকা পর্যন্ত প্রার্থীদের নিকট থেকে নমিনেশন ফরম গ্রহণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ আব্দুল হাই কাইয়ুম ও সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মো আব্দুল বাসার নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের নিকট থেকে নমিনেশন ফরম গ্রহণ করেন। নির্বাচন কমিশন সুত্রে জানা যায় যে সভাপতি পদের জন্য তিন জন প্রার্থী ১। এড : মোঃ মতিউর রহমান ২। এড: মাহবুবুর রহমান বকুল ও ৩। এড: আবদুল ওয়াহিদ এবং সহ-সভাপতি-পদে এড: সাইয়েদ মঈন উদ্দিন জুনেল ও এড: রুবিনা মান্নান এবং সাধারণ সম্পাদক পদে এড: আব্দুর রশিদ ও এড: মোহাম্মদ সাইদুর রহমান এ যুগ্ম সম্পাদক -১ এড: সোনিয়া আক্তার যুগ্ম সম্পাদক -২ এড: সাব্বির আহমেদ মাসহার এবং অর্থ সম্পাদক পদে এড: মাহবুল আলম ও সাংগঠনিক সম্পাদক পদে এড: মো আতিকুর রহমান শাবু ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এড: শ্রী জয়জিত আচার্য্য ও খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড: রেজওয়ানা রাজ্জাক ( সেতু) ও অফিস সম্পাদক পদে এড: খুববাতুর নেছা এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে এড: তাহমিনা আক্তার (সুইটি) এছাড়া কার্য নির্বাহী কমিটির সদস্য হিসেবে এড: নুরুল ইসলাম মইনুল , এড: মো: মুহি উদ্দিন, এড: আব্দুস শহিদ আজাদ, এড: রেশমা হোসাইন, এড: ফৌজিয়া আরফিন নমিনেশন ফরম দাখিল করেন। উৎসব মুখর পরিবেশে সেখানে সমিতি সদস্যগন উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন প্রার্থীগনের দাখিল কৃত নমিনেশন ১লা ডিসেম্বর যাচাাই ও ৩রা ডিসেম্বর নমিনেশন প্রত্যাহার এর পর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন। এবং আগামী ২৩ শে ডিসেম্বর শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সকল সদস্যদের সহযোগিতা কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com