সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা ২০২০ সালের নির্বাচন ভ-ুল করার মামলাটি স্থগিত করেছেন ইউএস ডিস্ট্রিক্ট জজ। অভিযোগগুলো থেকে ট্রাম্প দায়মুক্তি ভোগ করছেন কিনা, তা সুপ্রিম কোর্ট বিবেচনা করার উদ্যোগ গ্রহণের প্রেক্ষাপটে এই রায় দেয়া হয়েছে।
ডিস্ট্রিক্ট জজ তানিয়া চাতকান তিন পৃষ্ঠার রায়ে বলেন, উচ্চতর আদালতে দায়মুক্তি প্রশ্নটির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে পর্যন্ত বিচার কিংবা আসামির ওপর বাড়তি কোনো বোঝা চাপে, এমন প্রক্রিয়া স্থগিত করা হলো।
তবে তিনি একথাও বলেছেন যে দায়মুক্তির কথা বলে ৭৭ বছর বয়স্ক ট্রাম্প যদি গুরুত্বপূর্ণ সুরক্ষাকবচগুলো এড়িয়ে যান, তবে ভবিষ্যতের কার্যক্রমে অপূরণীয় ক্ষতির মুখোমুখি হতে হবে।
ট্রাম্পের ক্যাম্পেইন মুখপাত্র স্টিভেন চেং এই রায়কে ট্রাম্প এবং আইনের শাসনের জন্য ‘বিরাট জয়’ হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, আগামী নির্বাচনের দৌড়ে ট্রাম্প সুস্পষ্টভাবে এগিয়ে আছেন- এটা জেনে জো বাইডেনের পক্ষ এ ধরনের ভিত্তিহীন মামলা দায়ের করেছে। ট্রাম্প তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
অবশ্য, ট্রাম্পের সমস্যা এখানেই শেষ হচ্ছে না। তার বিরুদ্ধে আরো তিনটি মামলা রয়েছে।