আসছে মার্কিন নির্বাচন। এ নিয়ে শুরু হয়েছে নানা জরিপ। ইতোমধ্যে নানা গণমাধ্যম তাদের জরিপ প্রকাশিত হয়েছে। এবার জরিপ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের একটি টিম। তাদের জরিপে উঠে এসেছে যে প্রেসিডেন্ট বাইডেনের গাজা নীতি পছন্দ করেন না অধিকাংশ মার্কিন ভোটার।
প্রতিবেদনে বলা হয়, জরিপে যেসব ভোটার অংশ নিয়েছে, তাদের অন্তত ৫৭ ভাগ গাজা যুদ্ধের বিষয়ে বাইডেনের নীতির উপর আপত্তি জানিয়েছে। আর মাত্র ৩৮ ভাগ বলেছেন, যেকোনো সঙ্কটে দেশকে মুক্ত করার জন্য সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন অধিক উপযুক্ত।
জরিপে বলা হয়েছে, বাইডেনের সমালোচনায় সবচেয়ে বেশি সরব হয়েছে তরুণ ভোটাররা। ১৮ থেকে ২৯ বছর বয়সী ভোটারদের অন্তত তিন-চতুর্থাংশ বাইডেনের গাজা নীতির সমালোচনা করেছে।
উল্লেখ্য, গাজা যুদ্ধে ইসরাইলকে অকুণ্ঠ সমর্থন ও সামরিক সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে ইসরাইল ১৯ হাজারের অধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা শুরু হয়। ফলে পররর্তী প্রেসিডেন্ট হিসেবে প্রগতিশীল ডেমোক্র্যাটকে পছন্দ করছে মার্কিন ভোটাররা।
সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস