রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

ময়মনসিংহ-৩ ভালুকাপুর কেন্দ্রে চলছে ভোটগ্রহণ

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১০৭ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার অভিযোগে বন্ধ হয়ে যাওয়া ময়মনসিংহ-৩ আসনের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আজ শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

জানা যায়, গত ৭ জানুয়ারি ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল ছাড়াও ভাঙচুর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফলে এক কেন্দ্রে এত অনিয়মে বন্ধ হয়ে যায় ময়মনসিংহ-৩ আসনের ফল ঘোষণা। স্থগিত হওয়া কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন।
ময়মনসিংহ-৩ আসনে নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫। এরমধ্যে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজনীন আলম ২ হাজার ২৫০ ভোট, লাঙ্গল প্রতীকের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আকাশ ৩৪৯ ভোট, সোনালী আঁশ প্রতীকের মো. জামাল উদ্দিন ১৫২ ভোট, ফুলকপি প্রতীকের মোর্শেদুজ্জামান সেলিম ১০০ ভোট, আম প্রতীকের মো. শফিউল ইসলাম ১১৭ ভোট, কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শরীফ হাসান অনু ৯ হাজার ২২৬ ভোট, কাঁচি প্রতীকের রমিজ উদ্দিন স্বপন ৮৯৩ ভোট পেয়েছেন। তবে ইতোমধ্যেই লাঙ্গল ও ফুলকপি প্রতীকের প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com