বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

‘লড়াই-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৪ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, ‘আমাদের আন্দোলন চলমান আছে, নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন অব্যাহত রাখব। এই প্রক্রিয়ার মাধ্যমে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব। ইনশাআল্লাহ।’

একই সাথে দলটির স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘যতদ্রুত সম্ভব লড়াই সংগ্রামের মাধ্যমে, এদেশের গণতন্ত্রপ্রেমী মানুষ ও গণমাধ্যমের সহায়তায় আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।’

শুক্রবার বেলা ১১টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুলেল শ্রদ্ধা ও মোনাজাত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা।

ড. মঈন খান বলেন, ‘দেশের এই ক্লান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালন করছি আজ। আমাদেরকে উপলদ্ধি করতে হবে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। এদেশের গনতন্ত্র আজ মৃত। এটা শুধু আমাদের কথা নয়, বাংলাদেশের মানুষের কথা নয়। বিশ্বের মানবাধিকার, গণতন্ত্রকামী সকল দেশ ও প্রতিষ্ঠান বলেছে, বাংলাদেশ আজ এক দলীয় শাসনে পরিণত হয়েছে। এখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষের কোনো মৌলিক অধিকার নেই, ভোটের অধিকার নেই।’

অভিযোগ করে তিনি বলেন, ‘হাড়ভাঙ্গা পরিশ্রম করে এদেশের মানুষ উপার্জন করে ট্যাক্স দেয়। তবুও তাদের মাথার ওপরে ৩০ হাজার কোটি টাকার ঋণ থেকে যায়। আজকের সরকার তেভাগা আন্দোলনের নামে লুটপাট করে বাংলাদশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ সেটি নষ্ট করা হচ্ছে, তার মাধ্যমে প্রতিষ্ঠিত গণতন্ত্র আজ নেই, সেটিকে মেরে ফেলা হয়েছে, আর সেই গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার লড়াই চলছে।’

নির্বাচন নিয়ে টিআইবির প্রকাশ করা প্রতিবেদনকে সরকার বলছে যে ‘বিএনপির হয়ে কাজ করছে টিআইবি’- এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির নেতা মঈন খান ও নজরুল ইসলাম খান হেসে বলেন, ‘এত বছর ধরে বিএনপি যে বিষয় নিয়ে কথা বলেছে বিশ্বের কোনো প্রতিষ্ঠান, কোনো দেশ, কোনো সরকার বলেনি নির্বাচন সুষ্ঠু হয়েছে। সবাই বিএনপির কথা রিপিট করেছে। তারা বলছে, নির্বাচন সুষ্ঠু হয়নি। আর টিআইবি যা বলছে সেটি জনগণের জনমতের প্রতিফলন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com