সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

ফরিদপুরে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৫৫ বার

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও লেগুনার সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছে। এতে আরো পাঁচজন আহত হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন ফরিদপুরের ভাঙ্গার আড়ুয়াকান্দির আবু সাঈদের ছেলে মেহেদি মাতুব্বর (২৫), নোয়াকান্দার মরহুম মোয়াজ্জেমের ছেলে হাফিজুল ইসলাম হাবু (৪০) ও মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সাথে সংঘর্ষ হয়। এতে এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com