নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকে কোনো ভুল-ত্রুটি থাকলে তা সংশোধনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব সভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বিকেলে সচিবালয়ে সভার বিষয়ে করা ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘যে শিক্ষাক্রমটা নেওয়া হয়েছে তা কিন্তু প্রচলিত নয়, তার থেকে ভিন্ন একটা এবং এই বাস্তবটা আমাদের মানতে হবে। আমি, আপনি, সবাই বা এখন যারা এক্সপার্ট হিসেবে আমাদের এখানে পরিচিত আছেন পাঠ্যক্রমের, প্রত্যেকে কিন্তু আমরা শিক্ষা পেয়েছি কিন্তু এই পাঠ্যক্রমে (পুরোনো পাঠ্যক্রম)। নতুন যে পাঠ্যক্রম রচনা করা হবে, এই বাস্তবটা মেনে নিতে হবে।’
তিনি বলেন, ‘নতুন পাঠ্যক্রমের ব্যাপারে সেই রকম প্রশিক্ষিত লোক আমাদের যে খুব বেশি আছে তা কিন্তু নয়। অগুণতি আছে, তা কিন্তু নয়। তাদের দিয়ে কাজ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে… উনি (প্রধানমন্ত্রী) বলেছেন যদি কোনো ভুল-ভ্রান্তি, যদি কোনো তথ্যগত বিষয় নিয়ে আলোচনা হয় দ্রুত যেন ওটার ওপর ব্যবস্থা নেওয়া হয়।’
সচিব সভার বিষয়ে বিকেলে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন
মাহবুব হোসেন আরও বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) বলেছেন কোনো বিলম্ব না হয়, যদি কারও নজরে কোনো কিছু আসে। কারণ এটা এখন যেহেতু নতুন একটা কারিকুলাম হচ্ছে- যারা করছেন তাদের মধ্য থেকে যদি কোনো রকম ভুল-ত্রুটি বা গ্যাপ তৈরি হয়, কোনো আলোচনা তৈরি হয় ওটা যেন যথাযথভাবে এই ব্যাপারে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া সেটা উনি বলেছেন। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে বলেছেন।’