রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

৪৮ সংরক্ষিত আসনে আওয়ামী লীগ থেকে এমপি হতে চান ১৫৪৯ নারী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ বার

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় মনোনয়ন ফরম কিনেছেন ১ হাজার ৫৪৯ জন। তাদের কাছে মোট ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে গত মঙ্গলবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ, যা আজ শেষ হয়েছে। আজ শেষদিন ২১৭টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এ সংখ্যক ফরম বিক্রি করে আয় করেছে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন গতকাল বুধবার ৫২২টি ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এ থেকে মোট আয় হয় ২ কোটি ৬১ লাখ টাকা। প্রথম দিন গত মঙ্গলবার বিক্রি করেছিল ৮১০টি ফরম। এ থেকে ৪ কোটি ৫ লাখ টাকা আয় করে দলটি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদে ৪৮টি সংরক্ষিত আসন পাচ্ছে আওয়ামী লীগ। বাকি দুটি আসন পাচ্ছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com