সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

ভারতে কৃষক আন্দোলন পদযাত্রায় পুলিশ-কৃষক সংঘর্ষ, নিহত এক

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ বার

ভারতের পাঞ্জাব-হরিয়ানা সীমান্ত শহর খানাউরিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ২১ বছর বয়সী এক কৃষক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

১৩ ফেব্রুয়ারি থেকে কৃষকদের ‘দিল্লি চলো’ পদযাত্রা শুরু হওয়ার পর সংঘর্ষে এটিই প্রথম মৃত্যু বলে জানিয়েছেন কৃষক নেতারা। খবর টাইমস অব ইন্ডিয়া।

নিহত কৃষক শুভকরণ সিং পাঞ্জাবের বাথিন্দা জেলার বালোকে গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, পদযাত্রায় যোগ দিতে হরিয়ানা রাজ্য থেকে রাজধানী নয়াদিল্লিতে রওনা হয়েছিল কৃষকদের একটি দল। তাদের থামাতে হরিয়ানা-দিল্লির সব সীমান্তপথে ব্যারিকেড বসিয়েছিল হরিয়ানা পুলিশ।

খানাউরির সীমান্তপথে ব্যারিকেডের সারি সরানোর চেষ্টা করেন কৃষকরা। সে সময়ই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হরিয়ানা পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে ঘটনাস্থলেই নিহত হন শুভ করণ সিং।

কৃষকের মৃত্যুতে শোক জানিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বুধবার এক ভিডিও বার্তায় দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের কথাও জানান তিনি।

এদিকে সংঘর্ষ ও কৃষকের মৃত্যুর ফলে পদযাত্রা দুদিনের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন কৃষকনেতারা। কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেন, “খানাউরিতে যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে আমাদের আলোচনা হবে। দিল্লির দিকে আমাদের পদযাত্রায় দু’দিন বন্ধ থাকবে।

পাঞ্জাবের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা বুধবার জানিয়েছেন যে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে বিক্ষোভরত কৃষকদের উত্থাপিত দাবিগুলি সারা দেশের কৃষকদের স্বার্থ বিবেচনায় নেওয়া উচিত। এ সময় তিনি কৃষকদের আরও একটি আলোচনায় আসার জন্য আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com