মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চিঠি দিয়েছেন। রোববার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র পরিচালক ও প্রেসিডেন্টের বিশেষ সহকারী ইলিন লউবাচারকে চিঠির একটি কপি হস্তান্তর করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায়, ‘তাদের সঙ্গে (মার্কিন যুক্তরাষ্ট্র) সম্পর্ক আরও জোরদার করার মাধ্যমে উভয় দেশই লাভবান হব।’
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসানের সঙ্গে সাক্ষাৎকালে ইলিন লউবাচার মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সেখানে উপস্থিত ছিলেন ইউএসএইডের এশিয়া অঞ্চলের জন্য ব্যুরোর সহকারী প্রশাসক মাইকেল শিফার, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-সহকারী সেক্রেটারি আফরিন আখতার এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তা।
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ ইমরান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা উইং এর মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।