শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার বাজারে আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় সোয়া ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে আশপাশের দোকানে। খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে আশপাশের ৯টি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- বাজারের ব্যবসায়ী হাসেম বেপারী, কালাম মৃধা, ছালাম মৃধা, আলমগীর খন্দকার, সাহালম শেখ, অরুন শীল, চন্দন শীল, বাসার ঢালী, গৌতম পাল, বিমল গোষ ও সেলিম।
নড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের নড়িয়া ইউনিট দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ৯টি দোকান পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।’
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চৈন্দ্র বৈদ্য বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রয়েছি।