ইরানি হামলার ঘোষণার প্রেক্ষিতে সতর্ক অবস্থানে আছে ইসরায়েল। এই হামলা মোকাবিলায় সর্বাত্মক পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, স্থানীয় সময় শুক্রবার নাগাদ বড় আকারের হামলা চালাতে পারে ইরান। এই হামলায় অন্তত শতাধিক ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন খুব দ্রুত হামলার আশঙ্কা করে ইরানের উদ্দেশ্যে বলেছেন, ‘ডোন্ট’ অর্থাৎ ‘করো না’।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ইসরায়েলের প্রতিরক্ষায় নিবেদিত। আমরা ইসরায়েলকে সমর্থন করব। আমরা ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করব। ইরান হামলা চালিয়ে সফল হতে পারবে না।’ ইরানের এমন বড় হামলার শঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল ফোর্সেস (সেন্টকম)-এর প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিল্লার সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এদিকে সিবিএস নিউজের বরাতে বিবিসি জানিয়েছে, মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।
১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনীর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কয়েকজন কর্মকর্তাসহ ১৩ জন নিহত হন। হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইরান।