সুনামগঞ্জে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় চার শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দিয়েছে সুনামগঞ্জ জেলা পরিষদ। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে আলোচনা সভা, বৃত্তি বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অন্তর্ভুক্ত ছিল।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য পিএসসি’র সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাড. রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপচার্য ড. মো. আবু নঈম শেখ, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ধসঢ়, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ।
সাংবাদিক ও সংস্কৃতিকর্মী দেওয়ান গিয়াস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন জিসান আল ইয়াসির, ঈশিকা দাস, পূর্ণা তালুকদার ও অর্ণব দাস।
আলোচনা পর সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে ২০১ জনকে এককালীন চার হাজার, ২১৯ জনকে পাঁচ হাজার করে টাকা এবং প্রত্যেকে ‘সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও তৎকালীন রাজনীতি’ গ্রন্থ উপহার দেওয়া হয়।