মহামারি করোনাভাইরাসের সংক্রমণকে যুক্তরাষ্ট্রের জন্য এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘এটি (করোনাভাইরাস) দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবারে জাপানি সেনাদের হামলার চেয়েও ভয়ংকর। এটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার চেয়েও ভয়ংকর। এমন হামলা আগে কখনো হয়নি।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, উহান থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পর থেকেই চীনের দিকে আঙুল তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এটি কখনো সম্ভব হতো না যদি উৎপত্তিস্থলেই এই মহামারিকে রোধ করা সম্ভব হতো। যদি চীন এটিকে থামিয়ে দিতে পারতো। উচিত ছিল উৎপত্তিস্থলেই এটিকে থামিয়ে দেওয়া। কিন্তু সেটি করা হয়নি।’
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের উৎপত্তি হয়। দেশটি করোনা মোকাবিলা করলেও তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে ৭৩ হাজার ৪৩১ জন মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ২৮ হাজার ৬০৩ জনে।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পার্ল হারবার বিমান ঘাঁটিতে হামলা চালায় জাপান। এর প্রতিশোধ নিতে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র।
আর ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড ও পেন্টাগনে বিমাল হামলা হয় যা ৯/১১ নামে পরিচিত। এতে প্রায় তিন হাজার মানুষ মারা যায়। জঙ্গি গোষ্ঠি আল কায়েদা এ হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এরপর আল কায়েদা নির্মূলে আফগানিস্তানে হামলা করে যুক্তরাষ্ট্র।