সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন

নিহতের সরকারি তথ্য গ্রহণযোগ্য নয় : ফখরুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৪৫ বার
কোটা আন্দোলনে নিহতের সংখ্যার বিষয়ে সরকার যে তথ্য দিয়েছে, তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সত্যকে আড়াল করতে সরকার মিথ্যাচার ও অপকৌশলের আশ্রয় নিয়েছে। কারণ এই আন্দোলন সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, তাদের কাছে এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর তথ্য আছে। আজ সোমবার চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যুর খবর জানিয়েছেন মন্ত্রী। এ নিয়ে সরকারি হিসাব অনুযায়ী ১৫০ জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। 

এ বিষয়ে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সরকার কর্তৃক চলমান আন্দোলনে নিহতদের নাম ও সংখ্যার যে তালিকা প্রকাশিত হয়েছে, তা গ্রহণযোগ্য নয়।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এর সংখ্যা অনেক বেশি। কিশোর ও আগে নিহতদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। অবিলম্বে সঠিক তালিকা প্রকাশ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com