মা হতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। নিজের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি।
টুইটে শুভশ্রী জানিয়েছেন, ‘আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের জীবনে আরও একজন আসতে চলেছে, আমরা প্রেগন্যান্ট।
সঙ্গে প্রকাশ করেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী দম্পতির রোমান্টিক একটি ছবি। দুজনের গায়ে কালো রঙের কাপল টি-শার্ট। রাজের টি-শার্টে লেখা ‘বাবা হচ্ছি’ আর শুভশ্রীর টি-শার্টে লেখা, ‘এ মেয়েটি খুব শিগগিরই মা হতে চলছে’। বাবু আসছে ২০২০ সালেই’- এমনটা লেখা ছিল ছোট একটা গ্রাফিক্যাল বোর্ডে।
এর আগে, গত ৫ মে পুত্র সন্তানের মা হয়েছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনিও ফেব্রুয়ারিতে নিজের সপ্তম বিবাহবার্ষিকীতে প্রথমবারের মতো মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১১ মে বিয়ের পিড়িতে বসেন পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রী। ২০১৭ ও ১৮ সালে বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘নবাব’ ও ‘চালবাজ’ ছবিতে অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলী।