শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

চট্টগ্রামে নগরীতে আন্দোলনকারীদের ঢল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৫৬ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে জড়ো হয়েছেন হাজারো ছাত্র-জনতা। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এ মোড়ে ছাত্র-জনতার সমাবেশ শুরু হয়। তার আগে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতারা এসে হাজির হয়।

উপস্থিত ছাত্র-জনতা ‘স্বৈরাচার নিপাত যাক’সহ নানা ধরনের স্লোগান দিচ্ছেন। ছাত্র-জনতার এ উপস্থিতির ফলে নগরীর রিয়াজ উদ্দিন বাজার আমতলি মোড়, স্টেশন রোড, সদরঘাট রোড, সিটি কলেজের মোড়সহ বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

সমাবেশস্থলের আশেপাশে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। তবে নগরীর জিইসি মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। জিইসি মোড়ের কামাল স্টোর এলাকায় সড়কের পূর্ব পাশে দলীয় নেতা-কর্মীদের অবস্থানের কারণে যানবাহন চলাচল কমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com