বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

টিকেট ক্রেতার কাশিতে সর্বনাশ, করোনায় প্রাণ গেল লন্ডনের রেলকর্মীর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ২২৫ বার

করোনাভাইরাস কেড়ে নিলো ব্রিটেনের এক নারী রেল কর্মীর প্রাণ ৷ ৪৭ বছরের বেলি মুজিঙ্গা কাজ করতেন দক্ষিণ-পশ্চিম লন্ডনের ভিক্টোরিয়া স্টেশনে ৷ তিনি স্টেশনের টিকিট কাউন্টারে কাজ করতেন ৷ জানা গেছে, গত মার্চ মাসে এক করোনা আক্রান্ত ব্যক্তি কাশতে গিয়ে থুতু ছিটিয়ে দেন বেলির উপর ৷ এর কিছুদিন পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ বেলির সোয়াব টেস্টের রিপোর্টে করোনাভাইরাস ধরা পড়ে ৷

হাসপাতালে বেশ কিছুদিন মুমূর্ষ অবস্থায় থেকে অবশেষে মারা যান বেলি মুজিঙ্গা ৷ তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও বাঁচানো সম্ভব হয়নি ৷ এই ঘটনার পর রেল কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়েই এখন প্রশ্ন উঠে গেছে ৷ অনেক ঝুঁকি নিয়েই তাদের কাজ করতে হচ্ছে বলে দাবি করা হয়েছে কর্মীদের পক্ষ থেকে ৷

টিএসএসএ’র সাধারণ সম্পাদক ম্যানুয়েল কর্টেস বলেছেন, ‘‘আমরা বেলির মৃত্যুতে হতবাক ও বিধ্বস্ত। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এমন অনেক ফ্রন্টলাইন কর্মীদের মধ্যে একজন হলেন বেলি।’’
সূত্র : নিউজ ১৮

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com