বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

নিশো-মেহজাবীনের অবিশ্বাস্য ভালোবাসার গল্প

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৪১২ বার

সময়ের জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। জুটি হয়ে এই দুই তারকা অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। তবে টিভি পর্দার এই জুটিকে নিয়ে এবার প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি নির্মাণ করেছে ঈদের বিশেষ নাটক। নাম ‘ইমপসিবল লাভ’।

আব্দুল্লাহ মাহফুজ অভির রচনায় নাটকে জাদু বাস্তবতা আর হ্যালুসিনেশনের মধ্যে উঠে আসবে এক বিস্ময়কর প্রেমের গল্প। এটি নির্মাণ করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।

আফরান নিশোর বলেন, ‘গল্পটি দেখে কেউ ভাববেন এটা হ্যালুসিনেশনের গল্প। আর কেউ বলবেন ম্যাজিক রিয়েলিটি আবার বেশিরভাগ মানুষই ধরে নেবেন এটা ভূতের গল্প! কিন্তু আমার কাছে মনে হয়েছে, এসব কিছুই না। গল্পটা বাস্তবে ঘটা খাঁটি প্রেমের, যা না দেখলে অনুভব করা যাবে না।’

‘ইমপসিবল লাভ’ নাটকের গল্পে দেখা যাবে, নিশো প্রেমিকা মেহজাবীনের ওপর অভিমান করে সুইসাইড করে। অথচ এই গল্পের শেষটা হয় দুজনার প্রেমময় সংসার দিয়ে!

নির্মাতা চন্দ্রদ্বীপ বলেন, ‘আমি আসলে ম্যাজিক রিয়েলিটি আর হ্যালুসিনেশন-এর মাঝের বিষয়টি ধরে কাজটি করেছি। এমন কাজ এখানে আগে কেউ করেছে বলে আমার জানা নেই।’

তিনি আরও জানান, আসছে ঈদের বিশেষ আয়োজনে ‘ইমপসিবল লাভ’ উন্মুক্ত হবে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন..

One thought on "নিশো-মেহজাবীনের অবিশ্বাস্য ভালোবাসার গল্প"

  1. Like!! Really appreciate you sharing this blog post.Really thank you! Keep writing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com