বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

দুই অঙ্গনেই সফল ব্র্যাড পিট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৮ বার

হলিউড অভিনেতা ব্র্যাড পিট। এ বয়সেও বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছেন। বিশ্বজুড়ে কোটি ভক্তদেরকেও মাতিয়ে রাখছেন তার সুনিপুণ অভিনয়ের মাধ্যমে।

Image not found

‘টুয়েল্ভ ইয়ার্স এ স্লেইভ’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউডের মতো সিনেমার দুরন্ত অভিনেতা ষাট বছর বয়সের ব্র্যাড পিট এখনো দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন।

চলতি বছর মুক্তি পাওয়া তার অভিনীত একটি সিনেমা হলিউড দর্শকদের কাছে হিটের তকমা পেয়েছে।

পিট অভিনীত অ্যাকশন কমেডি সিনেমা ‘ওল্ফস’ মুক্তি পেয়েছে গত ২৭ সেপ্টেম্বর। অ্যাপ্ল টিভি প্লাসে এ সিনেমা মুক্তির পর থেকেই নতুন করে আলোচনায় আসেন এ অভিনেতা।

৮৫ মিলিয়ন ডলার খরচে নির্মিত ‘ওল্ফস’ মুক্তি দিয়েছে অ্যাপ্ল টিভি প্লাস কর্তৃপক্ষ। জন ওয়াট্স পরিচালিত এ সিনেমায় ব্রাড পিটকে সঙ্গ দিয়েছেন আরেক হলিউড সেনসেশন জর্জ ক্লুনি (৬৩)। মূলত সিনেমার আদ্যোপান্তজুড়ে রয়েছে এ দুজনের নিখাদ অভিনয়।

শুধু ‘ওল্ফস’ নয়, জোসেফ কোসিনস্কি পরিচালিত ‘এফওয়ান (ফরমুলা ওয়ান)’এ আরও দুর্দান্তভাবে নিজেকে উপস্থাপন করছেন ব্র্যাড পিট।

আমেরিকায় সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর ২৭ জুন। স্পোর্টস অ্যাকশন ড্রামানির্ভর এ সিনেমায় তিনি অভিনয় করছেন গল্পের মূল চরিত্রে।

এর আগে বছরের শুরুতেই নিজের প্রযোজিত সিনেমা ‘বব মার্লি: ওয়ান লাভ’ সিনেমা মুক্তি দিয়েও আলোচনায় এসেছিলেন ব্র্যাড পিট। রেইনাল্ডো মারকাস গ্রিন পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। মাত্র ৭০ মিলিয়ন ডলার খরচের বায়োগ্রাফিক্যাল ড্রামানির্ভর সিনেমাটি বক্স অফিসে আয় করেছে প্রায় ১৮১ মিলিয়ন ডলার।

অন্যদিকে ব্র্যাড পিট নিজে প্রযোজনায় সাফল্য পেয়েছেন সিনেমা ‘বিট্লজুস বিট্লজুস’-এর মাধ্যমে। সিনেমাটি চলতি বছর ৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল।

টিম বার্টন পরিচালিত ডার্ক ফ্যান্টাসি কমেডি হরর এ সিনেমা নির্মাণে খরচ হয়েছিল ১০০ মিলিয়ন মার্কিন ডলার। আর এটি বক্স অফিস থেকে আয় করেছে প্রায় ৪০০ মিলিয়ন। এর মানে হলো, এ বছর অভিনেতা ও প্রযোজক, দুই পরিচয়েই ব্যাপক সফলতা দেখিয়েছেন ব্র্যাড পিট। অর্থাৎ হলিউডের দুই অঙ্গনেই সফল এ অভিনেতা।

তবে ক্যারিয়ারে দারুণ সব সাফল্য পেলেও ব্যক্তিজীবন নিয়ে খুব একটা ভাল যাছে না এ অভিনেতার। ভালোবেসে ২০০০ সালে জেনিফার এনিস্টোনকে বিয়ে করেছিলেন ব্র্যাড পিট। তাদের মধ্যে ছাড়াছাড়ি হয় ২০০৫ সালে। এরপর দীর্ঘ ১০ বছর জোলির সঙ্গে প্রেমের সম্পর্ক পরিণতি পায় ২০১৪ সালে বিয়ের মাধ্যমে। কিন্তু সে সংসার টেকে মাত্র দুই বছর। ২০১৬ সালেই তাদের মধ্যেও ছাড়াছাড়ি হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com