বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

৮ হাজার বছরের পুরোনো মুক্তার সন্ধান….

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৩৯৬ বার

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে আট হাজার বছরের পুরোনো একটি মুক্তার সন্ধান পাওয়া গেছে। প্রতœতাত্ত্বিকরা বলছেন, এটাই বিশ্বের সবচেয়ে প্রাচীন মুক্তা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুক্তাটি পরীক্ষা করে দেখা গেছে এটি নিওলিথিক সময়কার। আবু ধাবির মারাওয়াহ দ্বীপে অবস্থিত একটি রুমে খনন কাজের সময় প্রাকৃতিক ওই মুক্তাটির সন্ধান পাওয়া যায়। আবু ধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ জানিয়েছে, যে লেয়ার থেকে মুক্তাটি পাওয়া গেছে তা কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে দেখা গেছে এটি খ্রিস্টপূর্ব ৫৮০০ থেকে ৫৬০০ সময়ের। ‘থাউসেন্ড ইয়ার্স অব লাক্সারি’ নামের একটি প্রদর্শনীতে প্রথমবারের মতো আবু ধাবির ওই মুক্তাটি প্রদর্শন করা হবে। আগামী ৩০ অক্টোবর ল্যুভর আবু ধাবি মিউজিয়ামে ওই প্রদর্শনী শুরু হবে। আমিরাতের বিশেষজ্ঞরা মনে করেন, প্রাচীন ইরাকের মেসোপটেমিয়া সভ্যতার সময় সিরামিক ও অন্যান্য জিনিসপত্রের বিনিময়ে এই মুক্তাটি পাওয়া গিয়েছিল। এ ধরনের মুক্তা গহনা তৈরিতেও ব্যবহৃত হতো। আবু ধাবি উপকূলের দ্বীপপুঞ্জকে ১৬ শতাব্দীতে মুক্তার অন্যতম উৎস বলে উল্লেখ করেছেন ভেনিসের গহনা ব্যবসায়ী গাসপারো বালবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com