শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ৯ বিচারপতি নিয়োগ…

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৫৮৩ বার

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত নয় বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নিয়োগপ্রাপ্ত নয় অতিরিক্ত বিচারপতি হলেন:-জেলা ও দায়রা জজ (পি.আর.এল. ভোগরত) মুহম্মদ মাহ্বুব-উল ইসলাম, জেলা ও দায়রা জজ (পি.আর.এল. ভোগরত) শাহেদ নূর উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, স্পেশাল জজ-৫ (জেলাও দায়রা জজ, ঢাকা), ড. মো. আখতারুজ্জামান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মাহমুদ হাসান তালুকদার ও কাজী ইবাদত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট একেএম জহিরুল হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৮ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ৯ জন ব্যক্তিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেন। শপথ গ্রহণের তারিখ থেকে দুই বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com