শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন

আদানির ঘুষ কেলেঙ্কারি : নেপথ্যে ‘ফরেন অফিশিয়াল #১’!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২১ বার

ভারতের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানির বিরুদ্ধে বড়সড় কেলেঙ্কারির অভিযোগ এনেছে মার্কিন আদালত। ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। অভিযোগ, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের ওয়ার্ক অর্ডার পেতে ভারত সরকারের কর্মকর্তাদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেয়ার প্রস্তাব দিয়েছেন আদানিরা। ভারতীয় মুদ্রায় যা ২২০০ কোটি টাকারও বেশি। আর এই ঘটনায় উঠে এসেছে এক রহস্যময় ব্যক্তির নাম। তার নাম ‘ফরেন অফিশিয়াল #১’।

কে এই রহস্যময় ব্যক্তি? তার নাম আদৌ জানানো হয়নি। তবে এটা জানানো হয়েছে তিনি অন্ধ্রপ্রদেশের এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। ২০১৯ সালের মে মাস থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। আর তাকেই মোট ঘুষের অঙ্কের ১৭৫০ কোটি রুপি দেয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছে এই ব্যক্তিকে।

গৌতম আদানির পাশাপাশি তার ভাইপো সাগরও এই মামলায় অভিযুক্ত। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈনও। সংবাদমাধ্যম সূত্রে খবর, গৌতম ও সাগর দু’জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন।

এদিকে আদানির বিরুদ্ধে যে অভিযোগ প্রকাশ্যে এসেছে তাতে আর কিছু হোক বা না হোক মোদির বিশ্বাসযোগ্যতা, ভাবমূর্তি ভেঙে চুরমার হয়ে গিয়েছে বলে এমনটাই দাবি রাহুলের। তিনি বলছেন, ‘যারা দেশকে হাইজ্যাক করছে, সবার মুখোশ প্রকাশ্যে আনব। এর জন্য বিরোধী দলগুলো, নানা মানুষ একযোগে কাজ করছে। মোদিজির বিশ্বাসযোগ্যতা, ভাবমূর্তি ভেঙে চুরমার করে দিয়েছি। ধীরে ধীরে গোটা নেটওয়ার্ক প্রকাশ করে দেব।’

সব মিলিয়ে আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে চাঞ্চল্য তুঙ্গে। প্রাথমিকভাবে এই অভিযোগ নিয়ে আদানি গোষ্ঠী কোনো প্রতিক্রিয়া না দিলেও আদানি গ্রিন এনার্জির তরফে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে আমেরিকার বাজারে বন্ড ছাড়ার সিদ্ধান্ত স্থগিত রাখছেন তারা।
সূত্র : সংবাদ প্রতিদিন

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com