মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন

ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশদের যৌথ বিমান হামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৩ বার

হাউছিদের লক্ষ্য করে লোহিত সাগর উপকূলে ইয়েমেনের বন্দর নগরী হোদেইদায় দু’টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

বিষয়টি নিশ্চিত করে হাউছি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, লোহিত সাগরে নৌপথের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে গোষ্ঠীটি। এরপর হোদেইদাহ প্রদেশের বাজিল জেলা লক্ষ্য করে মার্কিন ও ব্রিটিশরা বিমান হামলা চালিয়েছে।

তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে কিছু জানায়নি তারা।

বৃহস্পতিবার হাউছি পরিচালিত আল-মাসিরাহ টিভিতে প্রচারিত এক টেলিভিশন ভাষণে লোহিত সাগর অঞ্চল দিয়ে ইসরাইলি সামুদ্রিক যান চলাচল রোধে হাউছি যোদ্ধাদের সম্পূর্ণ কার্যকারিতা ঘোষণা করেন গোষ্ঠীটির নেতা আবদুল মালিক আল-হাউছি।

আল-হাউছির দাবি, পণ্য বহনকারী কোনো ইসরাইলগামী জাহাজ এই সময়ের মধ্যে লোহিত সাগর অঞ্চল অতিক্রম করতে সক্ষম হয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল-হামাস সঙ্ঘাত শুরু হওয়ার পর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইসরাইলের সাথে সম্পৃক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে আসছে হাউছিরা।

এর প্রতিক্রিয়া ও জাহজগুলোর নিরাপত্তায় এ বছরের জানুয়ারি থেকে হাউছিদের বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে একটি মার্কিন-ব্রিটিশ নৌ-জোট।

তবে এই পদক্ষেপ হাউছিদের আক্রমণে রসদ যুগিয়েছে। ওই সময় থেকে শুধু ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজ নয়, মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

সূত্র : সিনহুয়া/ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com