দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। দেশটিতে কোভিড-১৯ রোগী ও মৃত্যুর সংখ্যা অন্য দেশের তুলনায় অনেক কম। চলতি মাসে চতুর্থ দিনের মতো আশার কথা শুনিয়েছে দেশটি।
আজ রোববার থাইল্যান্ডে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে কেউ শনাক্ত বা মারা যায়নি। একইভাবে চলতি মাসে আরও তিনদিন সেখানে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
ব্যাংকক পোস্ট ও গার্ডিয়ানর প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। এখন পর্যন্ত সেখানে শনাক্ত হয়েছে মোট ৩ হাজার ৪০ জন। আর কোভিড-১৯ রোগে মারা গেছেন ৫৬ জন।
করোনা পরিস্থিতি নিয়ে দেশটির মুখপাত্র পানপ্রাপা ইয়ংত্রাকুল জানান, থাইল্যান্ডে সংক্রমিত ৩ হাজার ৪০ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯২১ জন।
দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন করোনা রোগী রয়েছেন মাত্র ৬৩ জন। এমন পরিস্থিতিতে বেশ কিছু দিন ধরেই দেশটিতে মানুষের চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে বাইরের সব কাজ করছেন।