বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

বাংলাদেশ মিশনে হামলা, হিন্দু সংগঠনটির বয়স ১ সপ্তাহ!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭ বার

দিন কয়েক আগে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহযোগী হাই-কমিশনে যে হামলা হয়, তাতে যুক্ত থাকার অভিযোগ ওঠেছে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ (এইচএসএস) নামে একটি সংগঠনের বিরুদ্ধে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই সংগঠনটি এক সপ্তাহ আগে তৈরি করা হয়েছে।

দাবি করা হচ্ছে, হিন্দুদের এবং হিন্দু মনোভাবাপন্ন সমস্ত সংগঠনকে একজোট করতেই নাকি হিন্দু সংঘর্ষ সমিতি গড়ে তোলা হয়েছে। এবং এই পদক্ষেপের নেপথ্যে আরএসএস ও ভিএইচপি-র মতো বৃহৎ ও প্রথম সারির হিন্দু সংগঠনেরও প্রভাব রয়েছে।

এইচএসএস-এর নেতা শঙ্কর রায় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানিয়েছেন, গত সপ্তাহে সারা ভারতে এমন একাধিক সংগঠন গড়ে উঠেছে।

উল্লেখ্য, দেশদ্রোহিতার অভিযোগে গত ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়।

অভিযোগ, এই গ্রেফতারের পর আগরতলায় বাংলাদেশের ওই কূটনৈতিক ভবনে হামলা চালায় এইচএসএস। ওই ঘটনার জন্য সাতজনকে গ্রেফতার করা হলেও পরে তাদের জামিনে মুক্তি দেয়া হয়।

ইতিমধ্যেই বজরং দল জানিয়েছে, এইচএসএস-এর সাথে অবশ্যই তাদের যোগাযোগ রয়েছে। কিন্তু, বাংলাদেশী কূটনৈতিক ভবনে যে হামলা চালানো হয়েছে, তার সাথে তাদের কোনো সম্পর্ক নেই।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তের কাছে আগরতলায় একের পর এর বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে চলেছে- বৈদিক ব্রাহ্মণ সমাজ, জাগো হিন্দু জাগো, সনাতনী যুব- নামে বিভিন্ন সংগঠন। আসামেও একই ধরনের প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছে- সনাতনী ঐক্য মঞ্চ- নামে একটি সংগঠন।

আগরতলার হামলার ঘটনায় নিন্দা করলেও বিশ্ব হিন্দু পরিষদের নেতা পূর্ণচন্দ্র মণ্ডল বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশে যা ঘটছে, এই ঘটনা আদতে তারই বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ।’

তিনি আরো বলেন, ‘যখনই বাংলাদেশে কোনো ঘটনা ঘটে, হিন্দুদের দুর্ভোগ পোহাতে হয়। হাসিনার সময়েও এমন হয়েছে। এখনো হচ্ছে। এই ধরনের ষড়যন্ত্র ও অত্যাচার বন্ধ হওয়া দরকার। আমরা ওদের স্বাধীনতা অর্জন করতে সাহায্য করেছিলাম। ওরা যদি না বদলায়, তাহলে ভারতেরও বাংলাদেশকে বয়কট করা উচিত।’
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com