আগামী ২১শে জুন সৌদি আরবে কারফিউ প্রত্যাহার হচ্ছে। তবে শুধু পবিত্র মক্কা নগরীতে ব্যতিক্রম থাকবে। সেখানে আরোপিত কারফিউ বহাল থাকবে। কিন্তু কারফিউয়ের সময়সীমা কমিয়ে আনা হচ্ছে। এই নগরীতে কারফিউ থাকবে বিকাল ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত। সৌদি আরবে করোনা সংক্রমণ রোধে বিভিন্ন স্থানে প্রথমে কারফিউ দেয়া হয়। তবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনে ২৪ ঘন্টার কারফিউ দেয়া হয় সম্প্রতি। এর আগে রমজানে বেশির ভাগ স্থানে বিকেল ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত কারফিউ দেয়া হয়। দেশের ভিতরে চলাচল, মসজিদে নামাজ আদায় ও সরকারি, বেসরকারি খাতে কাজ শুরু হওয়ার কথা ৩১ শে মে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।